দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
নারী শিক্ষার্থীদের ইভটিজিং ও মাদকসেবিদের উৎপাত থেকে রক্ষা পেতে সুরক্ষা দেওয়াল অক্ষুন্ন রাখার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে শিবালয় উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিদ্যালয়ের চারপাশে সুরক্ষা দেয়াল নির্মাণের পর থেকে বহিরাগতদের অনুপ্রবেশ, মাদক সেবন, ইভটিজিং ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা অনেকাংশে কমে গেছে। কিন্তু বর্তমানে কেউ কেউ এই দেয়াল ভেঙে ফেলার পাঁয়তারা করছে, যা বিদ্যালয়ের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
এসময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আলহাজ্ব মো. আব্দুস ছাত্তার, প্রধান শিক্ষক মো. সফিউদ্দিন মহি, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুল লতিফ, ডা. মো. আব্দুল জব্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধি।
বিদ্যালয়ের শিক্ষার্থী মায়েশা আক্তার, আফিয়া সুলতানা সহ একাধিক শিক্ষার্থীরা জানান, দেওয়াল তৈরির আগে বহিরাগতরা বিদ্যালয়ে এসে ধূমপান করত, মেয়েদের উত্ত্যক্ত করত। এখন সেই সমস্যা নেই। আমরা চাই, এই দেয়াল যেন অক্ষত থাকে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুস ছাত্তার বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য সুরক্ষা দেওয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে দেয়াল না থাকায় বহিরাগতরা প্রবেশ করে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিত। এখন এসব বন্ধ হয়েছে।
রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউদ্দিন মহি বলেন, দেওয়াল না থাকায় একসময় শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা ছিল। এখন দেয়াল থাকায় শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে। বিদ্যালয়ের স্বার্থেই এই দেয়াল বজায় রাখা জরুরি।
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।