28 C
Dhaka
শুক্রবার, জুলাই ২৫, ২০২৫

দোহারে জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দোহার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় চুক্তিপত্র করেও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে দোহার প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার বিলাসপুর ইউনিয়নের ছোট রামনাথপুর এলাকার আজিজুলের ছেলে পান্নু বেপারীর মা পিয়ারা বেগম।

সংবাদ সম্মেলনে পিয়ারা বেগম দাবি করেন, আদিল ও শারমিন সাংবাদিকদের যে তথ্য দিয়েছেন তা মিথ্যা। তিনি বলেন, আমার ছেলের কাছ থেকে আদিল চুক্তিপত্রের মাধ্যমে টাকা নিয়েছে, কিন্তু জায়গা বুঝিয়ে দেয়নি। আমাদের কাছে তার প্রমাণ আছে।

এ সময় শাহজাহান মাঝি বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানিনা। তবুও আমার নামে আদিল গংরা মিথ্যা অপবাদ দিচ্ছেন। তারা বলছেন, আমি নাকি তাদের জায়গা দখলের চেষ্টা করছি। এ সব তথ্য মিথ্যা। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে পান্নু বেপারীর স্ত্রী মাকসু আক্তার, বোন হেলেনা আক্তার, ফাতেমা আক্তারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!