31 C
Dhaka
বুধবার, এপ্রিল ৯, ২০২৫

দোহারের চরকুশাইতে সৌন্দর্য বর্ধনে যুবক সমাজ

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

রিপন মোল্লা :
ঢাকার দোহারে নিজস্ব অর্থায়নে এলাকার সৌন্দর্য বর্ধনে এলাকাকে বিউটিকুইন করতে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে এগিয়ে এসেছে কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই এলাকার যুবক সমাজ। এরই মধ্যে এই যুবকেরা চরকুশাই ভাঙ্গা এলাকায় একটি পুরাতন ব্রীজকে বিভিন্ন ধরনের রং করে তাক লাগিয়ে নজর কেড়েছেন এলাকাবাসীর। আর এ কাজের মাধ্যমে উন্নয়ন মূলক কাজের যাত্রা শুরু করে বাহবাও কুড়িয়েছেন বেশ। পর্যায়ক্রমে এই এলাকাকে সৌন্দর্য বর্ধনে নিরলসভাবে কাজ করে যাবেন বলে জানিয়েছেন উন্নয়ন মূলক কাজের প্রধান উদ্যোক্তা চরকুশাই এলাকার যুবক মোঃ জামিল খান শ্যামল।

প্রধান উদ্যোক্তা মোঃ জামিল খান শ্যামল বলেন, এলাকার সৌন্দর্য বর্ধনে ও এলাকাকে সাজিয়ে গুছিয়ে বিউটিকুই করার লক্ষেই আমাদের এই উদ্যোগ। মূলত এলাকাকে ভালোবেসেই আমরা এই উদ্যোগ নিয়েছি। কিভাবে এলাকাকে পরিছন্ন ও সৌন্দর্য বর্ধন করা যায় সেই চিন্তা চেতনা থেকেই মূলত এটা করা।

তিনি আরও বলেন, আমাদের নিজস্ব অর্থায়নে এই ব্রীজটি রং করার মাধ্যমেই আমরা এলাকার যুবকরা আমাদের এই উন্নয়ন মূলক কাজের যাত্র শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা আমাদের এই উন্নয়ন মূলক কাজকে আরও বেগবান করে সামনের দিকে এগিয়ে নিয়ে এলাকাকে পরিছন্ন ও সৌন্দর্য বর্ধনে কাজ করে যাব ইনশাআল্লাহ।

এলাকার মুরব্বী আব্দুল খালেক জানান, এলাকার যুবকরা মিলে তাদের নিজস্ব অর্থায়নে এই ব্রীজটি রং করে সৌন্দর্য বর্ধনে কাজ করেছে। ওদের এই উদ্যোগকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই। বর্তমান যুবকরা ইচ্ছা করলেই এলাকাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। আমি ওদের সবার জন্য দোয়া করি ওরা যেন সব সময় মানুষের সেবা করে ও এলাকার উন্নয়নে অংশ গ্রহণ করে মানুষের মনিকোঠা জায়গা করে নিতে পারে।

এ কাজে অর্থ ও শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন এলাকার যুবক মোঃ মিলন, মোঃ জিহাদ, মোঃ তামিম, মোঃ নিহাদ, মোঃ বিধান, মোঃ হৃদয়, মোঃ ইব্রাহীম, মোঃ আরিফ, মোঃ হাছিফ, মোঃ নেজাদ ও মোঃ ফরদিনসহ আরও অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!