23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

নবাবগঞ্জে প্রতিবন্ধী মোজাফরের পাশে ঈদ উপহার নিয়ে পুলিশ সুপার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জের আগলা চৌকিঘাটার প্রতিবন্ধী মোঃ মোজাফর ওরুফে মুজা পগলা পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে পাশে দাড়ালেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম (বার)।

রবিবার (২৪ মার্চ) দুপুরে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম ও নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহজালাল উপস্থিত থেকে পুলিশ সুপারের পক্ষ থেকে এসব উপহার মোজাফর এর বাসায় পৌঁছে দেওয়া হয়।

জানা যায়, জন্ম থেকেই কথা বলতে পারেন না এই মোজাফর। মানসিক ভাবেও তিনি বিকশিত নন। তার স্ত্রীও এক চোখে দেখেন না। দুই ছেলে, দুই মেয়ে যার মধ্যে এক ছেলে ও এক মেয়ে শারীরিক ও মানসিক ভাবে প্রতিবন্ধী রয়েছে। শত প্রতিবন্ধকতাতেও মোজাফর আগলা মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় কমিউনিটি পুলিশিং এর অংশ হিসেবে দায়িত্ব পালন করেন। মানুষ খুশি হয়ে যা দেন, তাতেই ছেলে মেয়েদের নিয়ে কোন মতে সংসার চালান।

এ বিষয়ে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম (বার) বলেন, মোজাফর ও তার পরিবারের দুর্দশার কথা জানতে পেরে আমি তাদের জন্য ১ মাসের বাজার বাবদ (চাল, ডাল, আটা, তেল, লবণ, চিনি, খেজুর, মুড়ি, সেমাই) ও ঈদ উপলক্ষে নতুন কাপড় উপহার দিয়ে অসহায় পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করলাম মাত্র। ভবিষতে এই ধরনের কাজ অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!