34 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

দোহারে দুইপক্ষের মারামারিতে আহত-৭ (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহারে মোটরসাইকেল পার্কিং নিয়ে দুইপক্ষের মারামারিতে অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার প্রানকেন্দ্র জয়পাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. সুরুজ (২২), সবুজ (২৪), জামিল (২৫), খলিল (২২), সুজন (২৭), আজগর (৩৫), ও শুভ (১৭)। আহতদের মধ্যে জামিল ও সুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার জয়পাড়া বাজারের আমব্রেলা শপিংমলের সামনে সুরুজ নামে এক যুবক মোটরসাইকেল পার্কিং করে। এ নিয়ে শপিংমলের বিক্রয়কর্মীদের সাথে হাতাহাতি ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে শপিং মলের কতৃপক্ষ ও বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি এবং বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদার মিমাংসায় বসলে সেখানে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আহত হয় অন্তত ৭ জন।

জয়পাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি অভিযোগ করে বলেন, মোটরসাইকেল পার্কিং নিয়ে দ্বন্দের ঘটনায় রাশেদ চোকদারের নির্দেশে বাজারের ব্যবসায়ীসহ আরও বেশ কয়েকজনকে মারধর করেছে তার লোকজন।

এ বিষয়ে বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদার বলেন, বিলাশপুরের একটি ছেলেকে মারধরের ঘটনায় মিমাংসার জন্য আমি জয়পাড়া যাই। সেখানে দেলোয়ার মাঝির নির্দেশে আমাদের উপর হামলা করা হয়।

এ দিকে ঘটনার শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায় দোহার থানা পুলিশ। একপর্যায়ে লাঠিচার্জ করে পরিবেশ সান্ত করে। এ সময় প্রায় দুই ঘন্টা বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়।

এ বিষয়ে দোহার থানা ওসি মো.হারুন অর-রশিদ বলেন, আমরা সম্পুর্ণ বিষয়টি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় জয়পাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। এ বিষয়ে এখনও থানায় কেউ কোন অভিযোগ করেনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!