কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মডেল কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা হলরুমে কেরানীগঞ্জ সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম সাংবাদিকের এক প্রেস কনফারান্সের মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজিপুরের বাসন উপজেলার দিঘির চালা এলাকার মৃত মোঃ চাঁন মিয়া ছেলে মোঃ নাসির উদ্দিন (৫০), একই উপজেলার তেলিপাড়া এলাকার নূর মোহাম্মদ হাওলাদার এর ছেলে মোঃ হাবিব (২৮), ঢাকা জেলার আশুলিয়া থানার টঙ্গীবাড়ি এলাকার মৃত ময়দান প্রামানিক এর ছেলে মোঃ মোতালেব প্রামানিক (৩৫), একই এলাকার শাজাহান প্রামানিক এর ছেলে মোঃ শাহ আলম হোসেন প্রামানিক (২২), মৃত মজনু প্রামানিক এর ছেলে মোঃ রমজান আলী (৩০),
কেরানীগঞ্জ সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের দরিগাও বটতলী বাজারের মুদি ব্যবসায়ী মোঃ কেরামত আলী দোকানে ডাকাতিকালে ডাকাতরা ৩টি এলইডি টিভি, ১টি ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে পুলিশের যৌথ আভিধানিক দল গাজীপুর জেলা সদর ও ঢাকা জেলার সাভার থানাধীন আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আন্ত:জেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করতে হয়।