রুপালী বাংলা নিউজ ডেস্ক :
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ করে উধাও হয়ে বন্ধ হয়ে যাওয়ার পর দের ঘন্টা পর ফিরে এলো ফেসবুক। প্রায় দীর্ঘ দেড় ঘণ্টা পর রাত ১০টা ২৪ মিনিটের দিকে ফেসবুক ফিরে আসার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকেই ফেসবুক বন্ধ হওয়ার খবর পাওয়া যাওয়ার পর রাত ১০টা ২৪ মিনিটের দিকে আবার ফেসবুকে লগইন করতে পারার খবর পাওয়া য়ায়।
এর আগে, রাত ৯টার পর থেকে ফেসবুকের সার্ভারে সমস্যা দেখা দেয়। ফলে হঠাৎ করেই বিশ্বজুড়ে ফেসবুক আইডি লগআউট হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ করেই ফেসবুক লগআউট হয়ে গেছে সবার। এ সময় অনেকেই ভেবেছিলেন যে তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে। পরে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেও কোনো সফলতা পাওয়া যায়নি। এরপর গণমাধ্যমে সংবাদ দেখে এবং বিভিন্ন পরিচিতজনকে ফোন দিয়ে তারা নিশ্চিত হন যে এটি আসলে ফেসবুকের কারিগড়ি ত্রুটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না।