সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে পুলিশের অভিযানে পেশাদার মাদক সম্রাট শেখ আলম ওরফে আলম বাবুর্চি (৪৭) ও মোঃ জামাল হোসেন (৩৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার হাসনাবাদ এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। আলম বাবুর্চি দোহারের মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডী এলাকার বাসীন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ এর নেতৃত্বে এএসআই শিমুল শাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে হাসনাবাদ এলাকা থেকে দোহারের মাহমুদপুরের পেশাদার মাদক সম্রাট শেখ আলম ওরফে আলম বাবুর্চি ও মোঃ জামাল হোসেন নামের দুইজনকে ১০ কেজে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নবাবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।