দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অবহেলায় ইতি আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকেল ৩টার দিকে হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজনরা অভিযুক্ত নার্সকে প্রায় ২ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পরে প্রশাসন ও হাসপাতাল স্টাফদের সহযোগিতায় ওই নার্সকে গোপনে সরিয়ে দেওয়া হয়।
মৃত ইতি আক্তার সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পশ্চিম কুষ্টিয়া গ্রামের সোহেলের স্ত্রী। তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত নার্সের নাম-পরিচয় প্রকাশ করেনি। রোগীর স্বজনরাও ওই নার্সের নাম জানাতে পারেননি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ইতি আক্তার মানিকগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে শরীরে তাপমাত্রা বেড়ে যায়। ইতির মা সে সময় একজন নার্সকে ডাকতে গেলে অভিযুক্ত নার্স ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন। এর কিছুক্ষণ পরেই ইতির মৃত্যু হয়। রোগীর স্বজনদের অভিযোগ, এর আগেও এই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের উদাসীনতায় অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকরী কোন ব্যবস্থা নেওয়া হয় নাই।
ইতির বোন কাজল রেখা জানান, “নার্সের অবহেলার কারণেই আমার বোনের মৃত্যু হয়েছে। অবস্থা খারাপ হওয়ার সাথে সাথে মা ডাকতে গিয়েছিল। সে ডাকে সাড়া না দিয়ে আমার মায়ের ওপর উল্টো চড়াও হয়েছে। আমি ওই নার্সের শাস্তি চাই।”
এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শফিকুল ইসলাম বলেন, “আমি ঢাকায় আছি। ডাক্তার আশরাফ ও ডাক্তার জহিরুল করিম বিষয়টি দেখছেন। ওই নার্সের নাম এখন বলতে পারব না।”
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, “মেডিকেলে ঝামেলা হচ্ছে শুনে সেখানে ফোর্স পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”