32 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

মুক্তিযোদ্ধাদের অভিযোগ : নূরুলহক বেপারী ভূয়া মুক্তিযোদ্ধা (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক :
দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুলহক বেপারী একজন মুক্তিযোদ্ধা নয়, একজন অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে বীরমুক্তি যোদ্ধা রজ্জব আলী মোল্লা বলে অভিযোগ এনে সভা করেছে দোহার উপজেলার বিভিন্ন বীর মুক্তিযোদ্ধারা। শনিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার দোহার জেনারাল হাসপাতালে ষষ্ঠ তলায় অবস্থিত সভাকক্ষে।

এ সময় বীর মুক্তিযোদ্ধারা বলেন, নূরুলহক বেপারী একজন অমুক্তিযোদ্ধা। তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন রজ্জব আলী মোল্লাসহ কতিপয় কিছু মুক্তিযোদ্ধারা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

সভায় বীর মুক্তিযোদ্ধারা আরও জানান, নূরুলহক বেপারী একজন ভূয়া মুক্তিযোদ্ধা বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয়ে তার মুক্তিযোদ্ধা বাতিল চেয়ে একটি লিখিত আবেদনও করেছেন বলে জানান তারা।

এ সময় দোহার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মহিউদ্দিন বলেন, নূরুলহক বেপারী একজন অমুক্তিযোদ্ধা। তিনি কখনও মুক্তিযুদ্ধ করেননি। তিনি কিভাবে মুক্তিযোদ্ধা হন এটা আমাদের বোধগম্য নয়। তাকে রজ্জব আলী মোল্লা মুক্তিযোদ্ধা বানিয়েছে। আজকের এই সভায় আমরা সবাই এর তীব্র প্রতিবাদ জানাই।

এ সময় সভায় দোহার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মোঃ বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ করম আলী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন ঘিনু, বীর মুক্তিযোদ্ধা তোবারক বেপারী, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ তারিক আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ আক্কাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদসহ আরও অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!