মানিকগঞ্জ থেকে দেওয়ান আবুল বাশার:
মানিকগঞ্জ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল ইসলাম সানোয়ারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মানিকগঞ্জ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩টায় মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল ও সভা শুরু হয়।
এ সময় ‘জেলার আলেম-উলামা ও সাধারণ জনগণের ব্যানারে’ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মাওলানা জাবের আল সাফা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, মাওলানা দেওয়ান তানজিল, মাওলানা আনিসুর রহমান আনাস, মাওলানা যুবায়ের আহমদ, এ্যাড. ওমর ফারুক, ভাটবাউর যুব সংঘ ক্লাবের সাবেক সভাপতি মো. আতাউর রহমানসহ আরও অনেকে।
বক্তারা তরুণ আলেম মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ারের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দ্রæত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন মাওলানা শেখ মাহবুবুর রহমান।
উল্লেখ, গত শনিবার বিকেলে সদর উপজেলার ভাটবাউর “যুব সংঘ” ক্লাবের কমিটি গঠন নিয়ে সাধারণ সভা আহবান করা হয়। সভা শুরুর আগে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আশিকুল ইসলাম সানোয়ার। এরপর সভার কার্যক্রম শুরু হলে সেখানে লেবু মিয়া নামের একজন তার বক্তব্যে অস্থায়ী কমিটি কিভাবে পূর্ণাঙ্গ কমিটি হলো এ বিষয়ে প্রশ্ন তুললে বর্তমান কমিটির লোকজন হট্টগোল সৃষ্টি করে। এরপর সেখানে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। এ সময় সেখান থেকে মাওলানা সানোয়ার চলে আসতে চাইলে তার উপরও হামলা করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার মোটরসাইকেলের চাবি কেরে নেয়।