সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম বেপারী ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালামের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন দোহার উপজেলা মুক্তিযোদ্ধাদের একাংশ। বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার নারিশা এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ তোবারক বেপারীর সভাপতিত্বে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ তোবারক বেপারী বলেন, গত (১৩ জুলাই) শনিবার মোঃ নূরুলহক বেপারী এক সংবাদ সম্মেলন করে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভাবে মনগড়া কথা বলে নানা অপপ্রচার করেছেন। আমরা সবাই এর তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, নূরুলহক বেপারী একজন প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তিনি একজন ভূয়া মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লাকে দিয়ে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা গেজেটে তার নাম লিখেছেন।
তিনি বলেন, নূরুলহক বেপারী বলেছেন, আমরা এখানে উপস্থিত যে সকল বীর মুক্তিযোদ্ধা রয়েছি তাদের থেকেও তিনি আরও ভালো মুক্তিযোদ্ধা। আমরা এর এমন ভিত্তিহীন বক্তব্যের প্রতি ধীক জানিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
দোহার উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মহিউদ্দিন বলেন, একজন ভূয়া মুক্তিযোদ্ধা আমাকে বলেছেন আমি নাকি মুক্তিযোদ্ধা নই। আমি তার এমন মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যর তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানাচ্ছি। আমি ততকালীন মুক্তিযোদ্ধোর সময় ভারত গিয়ে মেঘনা নামক ক্যাম্পে ট্রেনিং করে অস্ত্রসহ দেশে ফিরেছি এবং যুদ্ধ করেছে। সেই ক্যাম্পে আমার ট্রেনিংর সহযোদ্ধাদের মধ্যে এখানে অনেকই উপস্থিত রয়েছেন। এমনকি ভারতে মেঘনা ক্যাম্পে ট্রেনিংয়ের আমার ক্রমিক নম্বার ছিলো ৩৯৫।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোল্লা মোঃ বেলাল হোসেন বলেন, নুরুলহক বেপারী একজন ভূয়া মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযোদ্ধের সময় খুবই ছোট ছিলেন। তিনি কোথাও কোন ট্রেনিং নেননি। তিনি গত ১৩ জুলাই শনিবার সংবাদ সম্মেলন করে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। এমনকি তিনি আমার নামে অনেক মিথ্যা, মনগড়াভাবে বক্তব্য দিয়ে অপপ্রচার করেছেন। আমিসহ আমরা সকলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ বলেন, নুরুলহক বেপারী একজন ভূয়া মক্তিযোদ্ধা। তিনি কখনও মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেননি। তিনি সংবাদ সম্মেলন ডেকে আমাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করেছেন। আমরা সবাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন ঘিনু, বীর মুক্তিযোদ্ধা মোঃ তারিক আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ আক্কাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল তাহেরসহ আরও অনেকে।