মো: গোলজার রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯-গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে প্রচার-প্রচারণা জমে উঠতে শুরু করেছে। এই আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও মাঠে তৎপর রয়েছে লাঙ্গল, ঢেঁকি ও মশাল প্রতীকের ৩ প্রার্থী। এই তিন প্রার্থীর ছবি সম্বলিত পোস্টার ও ব্যানারে পৌরশহরসহ এই আসনের প্রধান প্রধান সড়ক, রাস্তার মোড়ে মোড়ে, হাট-বাজার ও চায়ের দোকান ছেয়ে গেছে।
এই আসনে প্রচারণার মাইকিংয়ে এবং মিছিলে বিভিন্ন এলাকা থাকছে সরগরম। পাড়া মহল্লায় হচ্ছে প্রার্থীদের পথসভা ও উঠান বৈঠক। প্রার্থীর সমর্থকরা দলবদ্ধ হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীর প্রশংসা করে ভোট প্রার্থনা করছেন। সেই সাথে প্রার্থীরা পথসভা ও উঠান বৈঠকের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশলাদি বিনিময় করে তাদের স্বপক্ষে ভোট প্রার্থনা করছেন। প্রচারে ঢেঁকি, লাঙ্গল ও মশাল মার্কার প্রার্থীদের প্রচার প্রচারণায় মাঠ সরগরম হলেও অন্য দলের প্রার্থীদের প্রচারণা তেমন লক্ষ্যনীয় নয়।
এই আসনে ১০ জন প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা হলেন, শামীম হায়দার পাটোয়ারী-জাতীয় পার্টি (লাঙ্গল), মো. গোলাম আহসান হাবীব মাসুদ-জাসদ (মশাল), ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (সাগর)-স্বতন্ত্র (ঢেঁকি), মো. জয়নাল আবেদীন-স্বতন্ত্র (ট্রাক), মো. আবু বক্কর ছিদ্দিক-কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা), মো. ওমর ফারুক সিজার-বিএনএফ (টেলিভিশন), মোছা. আইরিন আক্তার-বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি), খন্দকার রবিউল ইসলাম-বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোট (দেয়াল ঘড়ি), মো. ফখরুল হাসান-বাংলাদেশ কংগ্রেস (ডাব) ও মোছা. মর্জিনা খান-এনপিপি (আম)।
এ আসনে ১০জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি ও মহাজোটের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি ২০১৮ সালে মহাজোটের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আনন্দ গ্রæপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (সাগর)। ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে তিনি ঢেঁকি প্রতীক নিয়ে প্রথম বারেরমত নির্বাচনী মাঠে নেমেছেন। এছাড়া মশাল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মো. গোলাম আহসান হাবীব মাসুদ।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৯৩ হাজার ৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৩ হাজার ৯১৪ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৯৯ হাজার ১৩০ জন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, ইতোমধ্যে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের সকল প্রকার কার্যক্রম চলমান রয়েছে।