সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে নিউ জেলা পরিষদ মার্কেটর প্রধান ফটক বিনা নোটিশে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে মার্কেট ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে মার্কেটে তালা ঝুলিয়ে বন্ধ করে দেয় মার্কেট কর্তৃপক্ষ। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
ব্যবসায়ীরা বলছেন, আমাদের পূর্বে কোন নোটিশ না দিয়েই এভাবে মার্কেটে তালা দেওয়া উচিত হয়নি। আমরা ব্যবসায়ীরা ঠিকমত এডভান্স ও ভাড়া পরিশোধ করে আমরা সকলে ব্যবসা পরিচালনা করে আসছি। জেলা পরিষদের সাথে যদি কোন ঝামেলা থাকে তবে এটা মার্কেট কমিটি কর্তৃপক্ষের সাথে থাকতে পারে। কিন্তু আমাদের ব্যবসার ক্ষতি করে মার্র্কেট বন্ধ করা ঠিক হয়নি বরং আমাদের পেটে লাথি মারা হয়েছে।
মার্কেটের এক নারী উদ্যেক্তা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ করছি। অসুস্থ্য রোগিদের আটকে না রেখে যেতে দিয়েছি। কিন্তু পুলিশ সদস্যরা আমাদের সহযোগিতা না করে উল্টো আমাদের গায়ে হাত তুলেছে যা আইনের বর্হিভূত। একজন পুরুষ পুলিশ হয়ে আমরা নারীদের এভাবে গায়ে হাত তুলা ও টানাটানি করতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
মার্কেটের আরেক ব্যবসায়ী বলেন, আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন এটার সুষ্ঠ সমাধান করে আমাদের ব্যবসা পরিচালনা করার ব্যবস্থা করে দেন।