সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে ৬৩টি গরুসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পরে ৬৩টি গরুর মধ্যে ৩০টি গরু উদ্ধার করা হয়েছে এবং বাকি গুলো পানিতে ডুবে মারা গেছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মধুরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা গরুর বেপারী মুন্সিগঞ্জের শ্রীনগরের জসিম (৪০) ও তার ভাগ্নে সিয়াম (১২) নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রীনগরের কয়েকজন গরু ব্যবসায়ী ফরিদপুরের টেপাখোলা বাজার থেকে গরু ক্রয় করে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিএমবিঘাট হয়ে দোহার উপজেলার মেঘুলা ঘাটে যাচ্ছিলেন। এ সময় ইঞ্জিন চালিত ট্রলারটি উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এলে ট্রলারটির নিচে ভেঙ্গে গিয়ে পানি ঢুকতে থাকে। পরে মাঝি এ বিষয়টি বুঝতে পেরে ট্রলারটি নদীর এক পাশে ভেড়ানোর চেস্টা করেও ব্যর্থ হয়।
আরও জানা যায়, এ সময় ৬৩টি গরুসহ ট্রলারটি পদ্শা নদীর পানিতে ডুবে যায়। তবে ট্রলারে থাকা সকলের সহযোগিতায় ৩০টি গরুকে উদ্বার করা হলেও বাকি গরু গুলো উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে গরু গুলো পানিতে ডুবে যায়। তবে সকালে ট্রলারসহ মৃত গরু গুলো পানির উপরে ভেসে উঠে ।
এ ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ, দোহার কুতুবপুর নৌ-পুলিশ, ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ও দোহার ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তামিম হাওলাদার জানান, ঢাকা থেকে আমাদের টিম এসেছে। আমরা সকলে মৃত গরু গুলো উদ্বারের চেস্টা করছি।