29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সৌদি আরবে আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
সৌদি আরবের জেদ্দায় আরব লীগের ঐতিহাসিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৯ মে) সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের পর প্রথমবারের মতো ২২ টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এই সম্মেলনে।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই সম্মেলনে সভাপতিত্ব করেন।

কোভিড-১৯ মহামারীর ফলে তিন বছরের বিরতির পর গত নভেম্বরে আলজেরিয়া এক সমাবেশের পর এটি ছিল আরব লীগের দ্বিতীয় শীর্ষ সম্মেলন। এতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা, সুদানের সংঘাত, ইয়েমেনে শান্তি প্রক্রিয়া, লিবিয়ায় অস্থিতিশীলতা এবং লেবাননের রাজনৈতিক পরিস্থিতি সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সম্মেলনে ২০১১ সালে সংস্থা থেকে স্থগিত হয়ার পর এই প্রথম সিরিয়াকে আরব লীগের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রিত হয়ে এতে অংশ গ্রহন করেন সিরায়ার প্রেসিডেন্ট বাসার আল আাসাদ।

এ সময় নিরীহ ফিলিস্তিনের উপর ইসরায়েলের পৈশাচিক আগ্রাসন ও অবিচারের চরম নিন্দা জানায় আরবলীগ। একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৪২ এবং ২০০২ সালের আরব শান্তি উদ্যোগ অনুসারে, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার একটি ব্যাপক এবং ন্যায্য মীমাংসা অর্জনের জন্য প্রচেষ্টা জোরদার করার গুরুত্বারোপ করা হয়।

১৯৬৭ সালের সীমানার উপর ভিত্তি করে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র, পূর্ব জেরুজালেম এর রাজধানী হিসেবে পুনরায় ঘোষনা করে আরব লীগ। যেখানে ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসন কোন ভাবেই মেনে নেয়া হবে না বলে হুশিয়ারী দেয়া হয়।

সভা শেষে সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

সূত্র : আরব নিউজ

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!