30 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ শ্রেষ্ঠ হলেন যারা

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

কাজী সোহেল :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন এম. মুহীয়্যূদদীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায় (সিএএলটি সম্পন্ন) ও কলেজ পর্যায়ে ঢাকা মহানগরীর মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পুরানা পল্টন কলেজের অধ্যক্ষ নবাবগঞ্জের কৃর্তি সস্তান ড. আলমাস আলী খান।

রোববার (২১ মে) সকাল ১০টায় এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা শেষে বিষয়টি নিশ্চিত করেন স্ব স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা ও ঢাকা মহানগরীর রমনা থানার সকল মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক শাখায় প্রধান শিক্ষক হিসেবে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, এম. মুহীয়্যূদদীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায় স্কাউটে শ্রেষ্ঠ এবং উচ্চ মাধ্যমিক কলেজ শাখায় ড. আলমাস আলী খান শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় কাশিমপুর গ্রামের বাসিন্দা। তিন নটরডেম কলেজ থেকে (এইচএসসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স, মাস্টার্স, পিএইচডি লাভ করেন। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে দীর্ঘ ২৪ বৎসর যাবৎ। আলমাস আলী খান এর আগেও তিনি ঢাকা জেলায় টানা দুইবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। শিক্ষকতা ছাড়াও তিনি লেখালেখির দিকে অনেক অবদান রাখেছেন। ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমদ মান্নাফী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা বার এসোসিয়েলনের সাবেক সভাপতি হাজী ইস্রাফিল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজাবুল ইসলাম বাপ্পী।

এ বিষয়ে ড. মোহাম্মদ আলমাস আলী খান বলেন, আমি দীর্ঘ দিন যাবৎ ছাত্র-ছাত্রীদের নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত রাখব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল শিক্ষা ব্যবস্থা বাস্থবায়ন করায় আমাদের কাজ সহজ হয়েগেছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!