28 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

কেরাণীগঞ্জে অপহৃত সপ্তম শ্রেনীর ছাত্রী নুসরাত উদ্ধার, গ্রেপ্তার ১

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার কেরাণীগঞ্জে পুলিশের অভিযানে ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর অপহৃত ছাত্রী নুসরাত (১৪) কে উদ্ধার করে মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে অপহরণকারী মূল হোতা ফারজানা আক্তার (২৯) কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ মে) ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত ফারজানা আক্তার সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার পশ্চিম মাছিমপুর এলাকার আনোয়ার হোসেন এর মেয়ে ও আমিন উদ্দিন এর স্ত্রী। বর্তমানে তিনি ঢাকার কেরাণীগঞ্জের ঘাটারচর শান্তিনগর নাজিম উদ্দিনের বিল্ডিং এর নিচ তলার পশ্চিম পাশের ফ্লাটের ভাড়াটিয়া হিসেবে থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশনায় কেরাণীগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দীন কবীর বিপিএম এর সার্বিক তত্ত্বাবধায়নে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহৃত ভিকটিম নুসরাত (১৪) কে উদ্ধার করে মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে অপহরণকারী মূল হোতা ফারজানা আক্তার (২৯) কে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) বলেন, অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, পুলিশ তাদের খুঁজে বের করবেই। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!