27 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

নবাবগঞ্জে বিনামূল্যে নারী উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
নারীর ক্ষমতায়ন বাস্তবায়নে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সম্পূর্ণ বিনামূল্যে নারী উদ্যোক্তা তৈরিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে ১২ জন নারীকে এ প্রশিক্ষণের ব্যবস্থা করে নবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) ও সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)।

নারীদের স্বাবলম্বি করতে সম্পূর্ণ বিনামূল্যে হস্তশিল্প প্রশিক্ষণ, ব্যবসা পরিকল্পনা, বন্টন, স¤প্রসারণ, ডিজিটাল মার্কেটিং, ব্রান্ডিং, প্রোডাক্ট শুট, টিম ওয়ার্ক, মেলায় অংশগ্রহন সহ উদ্যোক্তা হয়ে উঠার পরিপূর্ণ প্রোফাইল তৈরিতে সহায়তা করছে সংগঠনটি।

ইয়ারার প্রতিষ্ঠাতা ও নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি জানান, নারী-পুরুষ সমতার জন্য নারীদের সাবলম্বী হবার বিকল্প নেই। সেই লক্ষে জন্মস্থান নবাবগঞ্জে ‘নিজেই গড়ি নিজের জীবন’ এই শ্লোগানে ২০২০ সালে গড়ে তুলেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ারা। যাতে প্রত্যন্ত গ্রামে গ্রামে মেয়েদের বয়স অনুযায়ী মোটিভেশনাল ওয়ার্কশপের মাধ্যমে নারীর ক্ষমতায়নের কার্যকর ভ‚মিকা রাখা।

তিনি জানান, গ্রামে অনেক নারী আছে যাদের অল্প বয়সে বিয়ে হয়েছে। অনেকে বিবাহ বিচ্ছেদের পর অসহায় হয়ে পড়ে। অনেক সিংগেল মাদার ও হিমশিম খায় সন্তান লালন পালনে। কেউ পড়াশোনা কম করেছে কিংবা এখন ছাত্রী পড়ালেখার খরচ চালাতে উপার্জন করতে চায়। এ উদ্যোগে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১২ জন নারী উদ্যোক্তা তৈরির প্রকল্প চলমান।

হস্তশিল্প প্রশিক্ষক ‘বাংলার ছাপ’-এর কর্নধার নারী উদ্যোক্তা হাসিনা হোসেন বলেন, তার প্রশিক্ষণার্থীরা আগ্রহী মেধাবী এবং সৃজনশীল। মেয়েরা শখের বশে যে কাজ করে তা দিয়ে অনায়াসে উপার্জন করে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। ঢাকা থেকে এসে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি নবাবগঞ্জের এই টিমটি নিয়ে তিনি আশাবাদী। তার মতে মেয়েদের বেশি বেশি সুযোগ প্রয়োজন। নিজের ইচ্ছা থাকাটা ও জরুরী।

প্রশিক্ষণার্থী মায়া দেবী বলেন, পড়াশোনা চালিয়ে যাবার জন্য গ্রামে টিউশনি করে খরচ চালানো সম্ভব নয়। একজন উদ্যোক্তা হতে পারলে ছাত্র জীবনেই সংসারে হাল ধরতে পারবেন তিনি। আমরা সবাই এতটা স্বচ্ছল নই যে, বেশি সময় নিয়ে টাকা খরচ করে দুরে গিয়ে কিছু শিখতে পারবো। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি পরিবারের মত হয়ে টিমওয়ার্ক করছি এবং সফল উদ্যোক্তা হতে পারবো বলে আশাকরি।

প্রশিক্ষণার্থী সানজিদা শিবলী বলেন, সম্পূর্ণ বিনামূল্যে এই বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য হলেও সত্যি। আমরা কেবল হস্তশিল্প তৈরি করাই শিখছি না একজন সুশিক্ষিত, সুনাগরিক ও মানবিকগুণ সম্পন্ন মানুষ হবার প্রশিক্ষণ পাচ্ছি মোটিভেশনাল সেশন ও কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট-এর মাধ্যমে। সাহস আর মনোযোগ দিয়ে একনিষ্ঠ ভাবে কাজ করলে সাফল্য সম্ভব তাই পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হবার প্রশিক্ষণ নিচ্ছি।

ইয়ারার উপদেষ্টা লতিফা রহমান লতা বলেন, প্রত্যেক মেয়ের যেকোন পরিস্থিতিতে মাথা উঁচু করে বাঁচতে শিখতে হবে। উপার্জনক্ষম যেকোন মানুষই সাহস রাখে তার পরিস্থিতি সামাল দিতে। গ্রামের নারীদের ক্ষমতায়নে ইয়ারার এ প্রকল্পে আগামী ডিসেম্বরের মধ্যে নবাবগঞ্জে ১২জন নারীকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি আমরা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!