নিজস্ব প্রতিবেদক :
নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে রাইপাড়া ইউনিয়ন হবে বাংলাদেশের একটি মডেল ইউনিয়ন। আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এই ইউনিয়নের সমস্ত রাস্তাঘাট, মসজিদ, মন্দির, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্রীজ, কালভার্ট, বাজার- ঘাট যেখানে যেখানে উন্নয়ন করা দরকার তা সব উন্নয়ন করা হবে। বৃহস্পতিবার ২০ অক্টোবর সন্ধায় রাইপাড়া ইউনিয়নের ইকরাশী মেডিকেল সংলগ্ন এলাকায় নৌকা মার্কার ক্যাম্প উদ্ভোধনকালে রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাইপাড়া ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ আমজাদ হোসেন এ কথা বলেন।
আমজাদ হোসেন বলেন, আমি বিগত সময় দেখেছি একটি জন্ম নিবন্ধন করতে অনেক হয়রানির স্বীকার হচ্ছে জনগণ। সরকার নির্ধারিত জন্ম নিবন্ধন ফি ৫০ টাকার পরিবর্তে ১ হাজার থেকে ১২শত টাকা নিচ্ছে। কিন্তু আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে কোন প্রকার হয়রানী ছাড়াই সরকার নির্ধারিত ৫০ টাকা দিয়েই আপনারা সবাই জন্ম নিবন্ধন করতে পারবেন। যদি কেউ সেই ৫০ টাকাও না দিতে পারেন তাহলে তাদেরকে আমি আমার পক্ষ থেকে বিনামূল্যে জন্ম নিবন্ধন করে দেব ইনশাআল্লাহ।
এর আগে সন্ধায় ইকরাশী খৃষ্টানপাড়া এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন উপস্থিত হয়ে বলেন, আমি আপনাদের দোয়া চাই। নভেম্বরের দুই তারিখে আপনারা সকলে দলমত নির্বিশেষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আগেও যেমন আপনাদের পাশে ছিলাম তেমনি আগামীতেও আপনাদের পাশে থেকে আপনাদের সব রকম সেবা করে যাব ইনশাআল্লাহ এবং আপনাদের দাবী মোতাবেক আপনাদের খাল ভরাট করে রাস্তা নির্মান ও রাতে রাস্তায় বাতি জালিয়ে আলোর ববস্থা করে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরাসহ এলাকার মুরব্বীগণ উপস্থিত ছিলেন।