হাদিস আহমাদ –
হুজুরপাক (সাঃ) এরশাদ করেন, পবিত্র মাহে রমজান মাসে তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না। তারা হলেন, (১) ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়। (২) ন্যায় বিচারক বাদশাহের দোয়া কবুল হয়। (৩) একজন মজলুমের দোয়া সুবহানাল্লাহতায়ালা মেঘের উপর আসমানে উঠাইয়া নেন এবং সে সময় আসমানের সকল দরজা তাহার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহতায়ালা বলেন, আমি নিশ্চই তোমাকে সাহায্য করিব তাহা বিলম্বও হতে পারে। আমীন।
হাদিস তারগীব-
হযরত আবুসাইদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত আছে যে, হুজুরপাক (সাঃ) বলেন, রমজানের প্রতিটি দিবারাত্রিতে আল্লাহতায়ালার দরবারে জাহান্নাম হইতে অসংখ্য কয়েদিকে মুক্তি দেওয়া হয় এবং প্রত্যেক মুসলমানের দিনে ও রাত্রে একটি করিয়া দোয়া কবুল হয়। আমীন।
হাদিস নাছায়ী শরীফ-
হুজুরপাক (সাঃ) বলেন, রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ। যতক্ষণ পর্যন্ত উহাকে নষ্ট করিয়া না ফেলা হয়। আমীন। মাওলানা আব্দুর রহমান দোহারী – ০১৭০৪০৯১৫৯১ ।