কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার সাভারে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাজির হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ নাজির হোসেন কেরাণীগঞ্জের বরইকান্দি এলাকার মোঃ মহসিন মিয়ার ছেলে বলে জানায় পুলিশ।
আরও সংবাদ পড়ুন : দোহারে ৩০ হাজার মিটার জালসহ ২১ জেলের আটক
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার বিকেল ৫টার দিতে সাভার মডেল থানাধীন সাভার শ্যামলাসী ভাড়ালিয়াপাড়া এলাকায় অভিযান চলাকালে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
আরও সংবাদ পড়ুন : দোহারে ইউপি সদস্যকে নির্যাতনের পর পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন
পরে গ্রেপ্তারকুত আসামীকে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।



