26 C
Dhaka
সোমবার, অক্টোবর ৬, ২০২৫

নবাবগঞ্জের বাগমারায় সোমবার উদ্বোধন হবে “পল্লী বাজার সুপার সপ” (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে হলিডে মিনি চাইনিজ এন্ড পার্টি সেন্টারের পাশে সকল ধরনের পন্যের বিশাল সমাহার নিয়ে আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে “পল্লী বাজার সুপার সপ” নামে একটি অত্যাধুনিক ও গুনগত মানের বাহারী রকমের নিত্যপণ্যের সুপার সপ।

এখানে শিশুদের জন্য রয়েছে চকলেট, দুগ্ধজাত খাবারসহ সব বয়সের মানুষের খাবার, বিভিন্ন ধরনের প্রসাধনী, তেল, সাবান, রান্না করার মসলা, সিরামিক পণ্য, ঘর সাজানো জিনিসপত্রসহ অনেক কিছুই একই প্রতিষ্ঠান থেকে সাশ্রয় মূল্যে ক্রয় করতে পারবেন। এখানে আরও রয়েছে ভিভো কোম্পানীর মোবাইল শো-রুম এবং মাসিক কিস্তিতে ৪ পারসেন ছাড়ে মোবাইল কেনার বিশেষ সুবিধা।

আরও সংবাদ পড়ুন : নবাবগঞ্জে মোখলেছুর রহমান হত্যা মামলার আসামি “কয়েজ” গ্রেপ্তার

এছাড়াও এই প্রতিষ্ঠান থেকে সপ্তাহে দুই দিন অতিরিক্ত ২ পারসেন ছাড়ে পণ্য কেনার সুবিধাও রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর সোমবার উদ্বোধন কালে থাকবে বিশেষ মূল্য ছাড়। এছাড়াও কমপক্ষে ৫০০ টাকা মূল্যের মাল ক্রয় করলে আপনি পাবেন কোপণ। যা প্রতিমাসের ১ তারিখে র‌্যাফেল ড্র করা হবে, থাকবে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার।

পল্লি বাজার সুপার সপের কর্ণধার মাসুদ রানা বলেন, দেশী ও বিদেশী পণ্যে ভরা আমাদের এই সুপার সপে পাবেন খাবারসহ বিভিন্ন রকমারী পণ্য। আসুন আর দেরী না করে সবাইকে উদ্বোধনের দিন আমাদের এই পল্লি বাজার সুপার সপে আসার আমন্ত্রণ রইলো।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!