30 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মানিকগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে প্রায় ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও সংবাদ পড়ুন : নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ঔষধ বিক্রয় প্রতিনিধির মৃত্যু

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান, জেলা জজ কোর্টের পিপি আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ অঙ্গসংগঠনের নেতারা।

এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি এখনো রাজপথে অটল রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই জনসমাবেশ মানিকগঞ্জে দলের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রমাণ বহন করছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির ঐক্য ও শক্তির প্রতিফলন ঘটিয়েছে।

এছাড়াও যানজটের কারণে জনসাধারণের কিছু অসুবিধার জন্য জেলা বিএনপি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!