কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে ২৫শে মার্চ গনহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ এর সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আশরাফ, উপজেলা সহকারি প্রকৌশলী আসিফ আল-আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনসুর আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তাইবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নাজমুল ও মুক্তিযোদ্ধারাসহ আরও অনেকে।