নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা এলাকার মৃত শেখ আব্দুল বারেক এর মেয়ে আয়শা আক্তার (২৬) নামের একজন গরীব ও অসহায় মেয়ে নিখোঁজ হয়েছেন। তিনি ঢাকার খোলামোড়া এলাকায় একটি বাসায় কাজ করতেন। নিজস্ব দরকারী কারনে তিনি তার নিজ বাড়ি উপজেলার শিলাকোঠা গ্রামে আসেন।
পরে গত শনিবার (০৪ নভেম্বর) বাড়ি থেকে ঢাকার খোলামোড়া তার নিজ ভাগিনা মোঃ মিলন এর বাসায় যাওয়ার জন্য বের হলে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। ওইদিন থেকেই তিনি নিখোঁজ হন।
এ বিষয় দোহার থানায় একটি সাধার ডায়েরী করেছেন বলে জানান পরিবারের লোকজন। যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে পরিবারের এই টেলিফোন নাম্বারে ০১৯৯১২৮০৫৭৬ অতি সত্তর যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেলো।