নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে ২ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্য মানের ১৪৪ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বদরপুর গ্রামস্থ মন্ত্রীর বাড়ীর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার তুরাগ থানার বাউনিয়া এলাকার ২৫৪ নং বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ আব্দুল সবুর (৪২) ও যশোরের কোতয়ালী থানার বিরামপুর ১নং ওয়ার্ডের মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ তহিদুল ইসলাম (৩৫) বলে জানায় র্যাব-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর হতে একটি লাশবাহী ফ্রিজার ভ্যানে অভিনব কৌশলে ফেনসিডিল নিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী রাজধানী ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আনুমানিক রাত ২১.৩০ ঘটিকায় তাৎক্ষনিক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর গ্রামস্থ মন্ত্রীর বাড়ীর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় গাড়ি তল্লাশির একপর্যায় মাদক পরিবহনকারী ফ্রিজার ভ্যানটি চেক পোস্টের সামনে আসার সাথে সাথে গাড়িটিকে সিগনাল দিয়ে থামিয়ে গাড়ীর ড্রাইভার ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং যাওয়ার গন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথাবার্তা বলে। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তারকৃতরা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করে। পরে তাদের ফ্রিজার ভ্যানে ফেনসিডিল আছে বলে স্বীকার করে।
র্যাব বলেন, গ্রেপ্তারকৃতদের দেখানো মতে ডাবল কেবিনযুক্ত ফ্রিজার ভ্যানের মাঝের কেবিন থেকে তাদের দেখানো ও বের করে দেওয়া হলুদ রংয়ের একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত আনুমানিক ২ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্য মানের সর্বমোট ১৪৪ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি লাশবাহী ফ্রিজিং গাড়ী জব্দ এবং ০৩টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।