নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার প্রধান ফটক থেকে এক বর্ণাঢ্য র্যাালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্তরে ফিরে আসে। পরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাল, বিলসহ উন্মুক্ত জলাশয়ে চায়না দুয়াইর, কারেন্ট জালের ব্যবহার হচ্ছে। নদী-নালা, খাল বিলে বাঁধ দিয়ে প্রতিবন্দকতা সৃষ্টি করা হচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে মৎস্য উৎপাদন বাঁধাগ্রস্ত না হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য চাষী মো. নজরুল ইসলাম, যাদব চন্দ্র মন্ডলসহ আরও অনেকে। পরে অনুষ্ঠান শেষে ৫ জন সফল মৎস্য চাষীকে পুরস্কার ও সদন বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।