সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় পুলিশের অভিযানে ৪.৫ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার বড় রামনাথপুর এলাকার চান্দারবিল ব্রীজের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিমবাগড়া এলাকার মোঃ মোখলেছ মোড়ল এর ছেলে মোঃ নাহিদ মোড়ল (২৪), একই এলাকার মোঃ লতিফ শেখের ছেলে মোঃ সবুজ শেখ (৩৮) ও মোঃ এখলাস মোড়ল এর ছেলে নাজমুল মোড়ল (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানা ওসি মোস্তফা কামালের নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় রামনাথপুর এলাকার চান্দারবিল ব্রীজের উপর থেকে গ্রেপ্তারকৃত অবৈধ মাদক ব্যবসায়ীদের কাছে থেকে ৪.৫ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসামীদের বিরুদ্ধে দোহার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
দোহার থানা ওসি মোস্তফা কামাল বলেন, উপজেলার বড় রামনাথপুর এলাকার চান্দারবিল ব্রীজের উপর থেকে গ্রেপ্তারকৃত অবৈধ মাদক ব্যবসায়ীদের কাছে থেকে ৪.৫ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। দোহার থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।