সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় র্যাব-১০ এর বিশেষ অভিযানে দেশীয় পিস্তলসহ অবৈধ অস্ত্রধারী লিটন মোড়ল (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। রবিবার (২৩ জুলাই) উপজেলার মেঘুলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ এ তথ্য জানান।
র্যাব-১০ সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৪ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উপজেলার মেঘুলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে লিটন মোড়ল নামের একজনকে আটক করে। পরে তার কাছে থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত লিটন উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকার মৃত আতিয়ার রহমান মোড়ল এর ছেলে বলে র্যাব-১০ জানায়।