সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহারে লাবিব আলী নামে ১০ম শ্রেণীর এক ছাত্রের উপর কিশোর গ্যাং এর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। লাবিব এম এ আজিজ আইডিয়াল স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র।
আহত লাবিবের মা ইয়াসমিন আক্তার জানান, রোববার ক্লাসরুমে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় গাজিকান্দা এলাকার মাহিম নামে সহপাঠীর সাথে। পরে স্কুল ছুটি হলে বাড়ি ফেরার পথে জয়পাড়া কলেজ সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং এর সদস্যদের নিয়ে মাহিম হামলা চালায় এবং মারধরের ভিডিও ধারণ করে।
এ ঘটনায় আ’হত লাবিবের পরিবার দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্ত মাহিমের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় দোহার থানার এসআই হুমায়ন কবির বলেন, মারধরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।