29 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

দোহারে ডাকাত সর্দার রমজানসহ ২ ডাকাত গ্রেপ্তার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় আন্তঃজেলা ডাকাত সর্দার রমজান আলী ওরফে কালা রমজান (৪০) ও তার সহযোগি মোঃ লাল মিয়া (৩৬) নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। শনিবার (১৬ আগষ্ট) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রমজান উপজেলার কুসুমহাটি ইউনিয়নের পুষ্পখালী এলাকার মোঃ বোরহান মিয়ার ছেলে। তার নামে দোহার ও নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ১০টি ডাকাতী মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ আগষ্ট দোহার উপজেলার ইসলামপুর খালপাড়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাকে উঠে দৃুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের পিছু নিলে বেপরোয়াগতিতে ট্রাকটি চালালে ট্রাকটি একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি পড়ে যায়।

এ সময় ডাতারা পালানোর চেষ্টা করলে পুলিশ ৬ জয়কে গ্রেপ্তার করে এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাদের দেওয়া তথ্যমতে শনিবার (১৬ আগষ্ট) ভোর রাতে অভিযান চালিয়ে দোহারের পোদ্দার বাড়ি এলাক থেকে রমজান আলী (৪০) কে ও নবাবগঞ্জের টানমেলেং এলাকা থেকে সহযোগি লাল মিয়া (৩৬) কে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতের সাথে সমপৃক্ত থাকার কথা স্বীকার করেন। পরে শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরন করা হয়।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মোঃ হাসান আলী বলেন, গ্রেপ্তারকৃরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। আজ দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!