দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে জেলা প্রশাসন কর্তৃক ইজারাকৃত বালুমহালের শর্ত ভেঙ্গে ফসলী জমির মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে মেসার্স রিজু এন্টারপ্রাইজের বিরুদ্ধে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান উচ্চ শক্তি সম্পন্ন ড্রেজার মেশিন দিয়ে সীমানা বহির্ভূত এলাকায় মাটি উত্তোলনের সময় গ্রামবাসী ধাওয়া করে।
রবিবার (১৭ই আগস্ট) সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেল্লা এলাকার কালীগঞ্জ নদীতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চলতি অর্থবছর মানিকগঞ্জ ঘিওর উপজেলার তরাঘাটের বালু মহালের ইজারা পায় ‘মেসার্স রিজু’ এন্টারপ্রাইজ।
এলাকাবাসীর অভিযোগ, কার্যাদেশ পাওয়ার পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইজারা চুক্তি ভঙ্গ করে নির্ধারিত সীমানার বাইরে মাটি উত্তোলন করতে থাকে। এতে কালিগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। রবিবার সকালে ঘিওর উপজেলার কেল্লা এলাকায় মাটি উত্তোলন কালে গ্রামবাসীরা বাধা দেয়। বাধা উপেক্ষা করে মাটি উত্তোলন অব্যাহত রাখলে গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। পরে জনরোষে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সাতটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার মেশিন সড়িয়ে নেয়।
কেল্লাই গ্রামের বাসিন্দা শিপন ইসলাম বলেন, “তারা সরকারি ইজারা দেওয়া জায়গার বাইরে এসে আমাদের কেল্লা মৌজায় দীর্ঘদিন যাবত মাটি কাটছিল। আজ সকালে আমরা তাদের বাধা দেই। কিন্তু তারা আমাদের কথায় কান না দিয়ে মাটি উত্তোলন করতে থাকে। পরে আমরা গ্রামবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করি। বাধ্য হয়ে তারা ড্রেজার মেশিন সরিয়ে নেয়।
দেলোয়ার হোসেন বলেন, আজ সকালে ইজারাদারের লোকজন আমাদের কেল্লা মৌজায় একাধিক ভারী ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছিল। গ্রামবাসী মিলে ধাওয়া দেয়ার পর তারা চলে গেছে। নদী পারের কৃষি জমিগুলো ভেঙে যাচ্ছে। আমরা এর প্রতিকার চাই।
নদীর পাড়ে বাড়ি থাকা মো. লাল মিয়া বলেন, বড় বড় ড্রেজার দিয়ে এভাবে মাটি কাটলে আমার বাড়ি ভেঙে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার রিজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন অসুস্থতার কথা জানিয়ে বলেন, “আমি আমার লোকজনকে নির্ধারিত সীমার বাইরে না যাওয়ার জন্য বলে দিয়েছি।”
এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, নির্ধারিত সীমানার বাহিরে গিয়ে মাটি কাটার বিষয়ে আমি অবগত আছি। আমি টিম পাঠিয়েছি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এডিসি রেভিনিউ ও ডিসি স্যারকে জানিয়েছি। আমার জানা মতে তারা ইজারাদারকে নির্ধারিত সীমানার বাহিরে মাটি কাটার বিষয়ে কড়া ভাবে বারণ করেছেন।