সাভার (ঢাকা) প্রতিনিধি :
সাভারে র্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু, র্যাবের কটি ও ওয়াকিটকিসহ লেজার লাইট উদ্ধার করা হয়।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে একই দিন বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা থানার ডাকুয়া গ্রাের মৃত মতলেব ওরফে মুমিন মৃধার ছেলে মোঃ আল-আমিন মৃধা (৪০), ফরিদপুর জেলা সদরের চরকান্দি গ্রামের জয়নাল বেপারীর ছেলে মোঃ মামুন বেপারী (৩০), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট ফাউসা গ্রামের মোঃ সেলিমের ছেলে মোঃ তপু (৩০) ও মাদারীপুর জেলার শিবচর থানার শৈল্যা মগরা গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে মোঃ সেন্টু হাওলাদার (৩৫) ।
আরও সংবাদ পড়ুন : বাগেরহাটে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-২
ডিবি পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে র্যাব পরিচয়ে সাভারসহ ঢাকার আশেপাশে মানুষদের মাইক্রোবাসে তুলে সর্বস্ব লুট করে নিতো। পরে এদিন বিকেলে একটি মাইক্রোবাসের সূত্র ধরে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে চক্রটির ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি র্যাবের কটি ও একটি ওয়াকিটকিসহ একটি লেজার লাইট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দীন বলেন, তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম ও মুন্সীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।