নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জের শোল্লায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ওই এলাকার একটি চায়ের দোকানদার মোঃ আলমাছ (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার শোল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (৩০ আগষ্ট) মেয়েটির মা বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
আরও সংবাদ পড়ুন : দোহারে পূর্বচরে ভারসাম্যহীন যুবকের আত্নহত্যা
মেয়েটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই মেয়েটিকে দিয়ে দোকানে ডিম কিনতে পাঠালে কৌশলে পাশে চায়ের দোকানদার মেয়েটিকে দোকানের ভেতর ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে মেরে ফেলার ভয় দেখিয়ে কাউকে বলেতে নিষেধ করেন ওই চায়ের দোকানদার। পরে রাতে মেয়েটি ব্যথা ও জ্বালা পোড়ার যন্ত্রনায় কান্না করলে মেয়েটির মা এর কারণ জানতে চাইলে মেয়েটি তার মাকে সব কিছু খুলে বলে। পরে মেয়েটির মা বাদি হয়ে ওই চায়ের দোকানদার আলমাছের বিরুদ্ধে নবাবগঞ্জে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ধর্ষক আলমাছকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক রাজিবুল হাসান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত আসামী আলমাছকে গ্রেপ্তার করে তাকে শনিবার বিকেলে আদালতে প্রেরন করা হয়েছে এবং মেডিকেল পরিক্ষার জন্য তাকে ঢাকায় পাঠানো হবে।