সিংড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের প্রতারিত কৃষক রইস উদ্দিনের বাড়িতে গেলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে তিনি ওই বৃদ্ধ কৃষকের খোঁজখবর নিতে সেখানে যান। এ সময় অপুর সঙ্গে তার ভাইসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
এর আগে গত কোরবানির ঈদে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে কোরবানির গরু বিক্রি করে ১ লাখ ২৩ হাজার টাকার জাল নোটে প্রতারিত হয়েছিলেন রইস উদ্দিন। হাটে কান্নাজড়িত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি অপুর নজরে আসে। পরে তিনি রইস উদ্দিনের ওমরাহ পালনের যাবতীয় খরচ বহন করেন। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকেও ওই কৃষক প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা সহযোগিতা পান।
আরও পড়ুন : দোহারে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
অপু বিশ্বাস মঙ্গলবার তার ফেসবুক আইডি থেকে একটি লাইভে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশের মুহূর্ত শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ রইস উদ্দিন তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং আশপাশের মানুষজন অভিনেত্রীকে একনজর দেখতে ভিড় জমিয়েছেন।
লাইভের ক্যাপশনে অপু লেখেন— “রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।” লাইভটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ভক্তরা অভিনেত্রীকে মানবিক উদ্যোগের জন্য প্রশংসায় ভাসান।
রইস উদ্দিন বলেন, “এত বড় একজন অভিনেত্রী আমার বাড়িতে এসেছেন—এটা আমার জীবনের বড় পাওয়া। তিনি আমার পরিবারের খোঁজ নিয়েছেন। তার টাকায় আমি হজ্ব করেছি। আল্লাহপাক তাকে ভালো রাখুন।”