সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় সীমানা বিরোধকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মোঃ মনিরুল ইসলামের বাড়ির পশ্চিম সীমানায় থাকা প্রায় ১৪টি ফলজ ও কাঠগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী আলমাছ গংদের বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় শনিবার (২২ নভেম্বর) সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম বাদি হয়ে দোহার থানায় আলমাছ গংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, শুক্রবার জুম্বার নামাজের সময় সাংবাদিক মনিরুল ইসলামের বসতঘরের পশ্চিম প্রান্তে থাকা আম গাছ, কদম গাছ, মেহগনি, বড় বেল, কলা, পেপেসহ প্রায় ১৪টি গাছ কেটে ফেলেছেন আলমাছ গংরা।
আরও সংবাদ পড়ুন : বিএনপি ক্ষমতায় গেলে দোহার-নবাবগঞ্জে গ্যাস লাইন আসবে : খন্দকার আবু আশফাক (ভিডিওসহ)
এ বিষয়ে সাংবাদিক মনিরুল ইসলাম বলেন, আমরা জুম্বার নামাজ আদায় করতে মসজিদে ছিলাম। এমন সময় সুযোগ বুঝে আলমাছ, আলমাছের ছেলে বাধন, আরেক ভাই আনোয়ার, আলমাছের স্ত্রী ও কাশেম মিলে যৌথভাবে গাছগুলো কেটে ফেলেছে। এ সময় আমার বাড়ির মহিলারা মৌখিক বাঁধা দিলেও তা না শুনে জোড় করে আমাদের সীমানায় থাকা গাছ গুলো কেটে ফেলেছে। পরে বিভিন্ন হুমকি দিয়ে তারা চলে যায়।
আরও সংবাদ পড়ুন : রাজধানীর ঢাকাসহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
এ বিষয়ে আলমাছের সাথে যোগাযোগ করলে গাছ কাটার কথা স্বীকার করে তিনি জানান, সীমানা নিয়ে সাংবাদিক মনিরের সাথে বনিবনা হচ্ছিল না। আমাদের কথা কাটাকাটি হয়েছে, তবে আমার পক্ষ থেকে কোন হুমকি-ধুমকি দেওয়া হয় নাই।
এ বিষয়ে দোহার থানা এস আই শামীম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



