মোঃ শওকত হোসেন :
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষনা করায় ঢাকার দোহার উপজেলায় বিএনপি ও বিএনপির সহযোগি অঙ্গ-সংগঠনের আয়োজনে ধানের শীষে ভোট চেয়ে আনন্দ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারে এ আনন্দ মিছিল করা হয়।
আরও সংবাদ পড়ুন : বিএনপি ক্ষমতায় গেলে দোহার-নবাবগঞ্জে গ্যাস লাইন আসবে : খন্দকার আবু আশফাক (ভিডিওসহ)
ধানের শীষে ভোট চেয়ে মিছিলটি পালামগঞ্জ বাজারের বিএপির কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএপির কার্যালয় এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর পর অনেক ত্যাগ, হামলা-মামলা সহ্য করে এই পর্যন্ত এসেছি। তাই আগামী নির্বাচনে আমাদের নেতা ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে ধানের শীষে বিপুল ভোটে পাশ করিয়ে তারুন্যের অহংকার দেশ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।
আরও সংবাদ পড়ুন : দোহারে পালামগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য স্বেচ্ছাসেবক দলের দোয়া অনুষ্ঠিত (ভিডিওসহ)
এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়ার সহ-সভাপতি মোঃ সোহেল রানা, রাইপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজমির হোসেন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রমজান খান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হারুন বেপারী, রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শ্রাবণ আহমেদ সবুজ, রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক সোহাগ খান, রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ লিটন আহমেদ, রাইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু হাওলাদার, রাইপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ খান, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ রমজান মোল্লা, আঃ রাজ্জাক, ফরহাদ হোসেন, যুবদল নেতা মানিকসহ আরও অনেকে।



