দোহার (ঢাকা) প্রতিনিধি :
নয়াবাড়ি ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি মোঃ হারুন-অর-রশিদ (হারুন মাস্টার) এর হত্যাকান্ডের এজহারভুক্ত মামলার আসামিদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল যোগদান করে অংশ গ্রহন করার প্রতিবাদে নয়াবাড়িতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে নয়াবাড়ি ইউনিয়নবাসী। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা এলাকায় এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়।
এ সয়ম বক্তারা বলেন, যারা আমাদের প্রিয় মাস্টার হারুন মাস্টারের হত্যাকান্ডির সাথে জড়িত এবং যারা মামলার এজহারভুক্ত আসামী তাদেরকে নিয়ে নয়াবাড়ি বিএনপির আহবায়ক বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল নিয়ে সভাস্থলে যায়। যেখানে দল থেকে বলা হয়েছে কোন এজহারভুক্ত আসামী কোন মিছিল মিটিংয়ে যেতে পারবে না। সেখানে কিভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল নিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের স্যারের খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
আরও সংবাদ পড়ুন : ১৬ বছরে আমরা কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারিনি : রুহুল কবীর রিজভী
এ সময় বিক্ষোভ মিছিলে মোঃ ওয়াসিম মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন, আব্দুল হাই হারেজ মাদবর, বাদসা মল্লিক, আব্দুর রাজ্জাক, সালাম চৌধুরী, জামাল বেপারী, আব্দুল মান্নান, লাভলু মোল্লা, টুলু, ডা: ইলামদ্দিন, নুরুল ইসলাম মাদবর, ইয়ার আলী, সফিউদ্দিন সফি, লাভলু দেওয়ান, মশিউর রহমান রিপন, মনির মোল্লা, মজনু মিয়া, জাহাঙ্গীর আলম, ইউসুফ, আবুল শিকদার, আসাদ, সাদ্দাম, নুর ইসলাম ও সেন্টুসহ আরও অনেকে।