দোহার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন- অর-রশিদ হারুন মাস্টারের হত্যাকন্ডের সাথে জড়িত প্রধান দুই আসামি শরিফ ও আল-আমিন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এই খবরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলার ১১ টার দিকে দোহার থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন নয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। এ সময় বিক্ষোভ কারীরা হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের ফাঁসি চেয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান আলী এসে পরিস্থিতি শান্ত করেন।
আরও সংবাদ পড়ুন : দোহারে হত্যাকান্ডের আসামিদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল (ভিডিওসহ)
এ সময় হত্যাকান্ডের সাথে জড়িতদের ও মূল যারা হোতা রয়েছেন তাদের সবাইকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, গত ২ জুলাই সকালে নয়াবাড়ি এলাকার পদ্মার নদীর তীরে প্রকাশে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা হারুন মাস্টারকে।