নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের গ্রীন লিভ্স ইসলামিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. আরাফাত হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুঁইয়া, জিয়া সাইবার ফোর্স দোহার উপজেলার সহ-সভাপতি মিজানুর রহমান, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরউজ্জামান মনিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও সংবাদ পড়ুন : দোহারের পালামগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির মিছিল (ভিডিওসহ)
এছাড়াও ইকরাশী কাচারীঘাট বাজার কমিটির সভাপতি আসলাম দেওয়ান, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, যুবদল নেতা মিরাজ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও ক্রীড়াবিদ শাহজাদা সাহা, মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যাপক ও প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মোঃ তাহের উদ্দিন, পোয়াকৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
আরও সংবাদ পড়ুন : দোহারে পালামগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য স্বেচ্ছাসেবক দলের দোয়া অনুষ্ঠিত (ভিডিওসহ)
পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।



