27 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

এই দেশ সকলের ইনসাফের ঠিকানা: ব্যারিস্টার নজরুল

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দোহার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের সর্বজনীন দুর্গা মন্দিরে এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-০১ আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী ব্যারিস্টার মোঃ নজরুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায় এবং দোহার উপজেলা জামায়াত একত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির এই সমাবেশ করেছেন।

এ সময় ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমি এই মাটিতে জন্মেছি, এই মাটিতেই বড় হয়েছি । এই দেশ হিন্দু- মুসলিম সকলের ইনসাফের অভিন্ন ঠিকানা। আমি বিশ্বাস করি নেতৃত্ব মানেই দায়িত্ব, আর দায়িত্ব মানেই সততা, স্বচ্ছতা ও জনগণের নিকট জবাবদিহিতা। কেননা জনগণের ভোট মানেই জনপ্রতিনিধির নিকট আমানত।

আরও সংবাদ পড়ুন : নবাবগঞ্জে মোখলেছুর রহমান হত্যা মামলার আসামি “কয়েজ” গ্রেপ্তার

তিনি আরও বলেন, অতীতে আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আপনারা ভয়ে-আতঙ্কে দিন কাটিয়েছেন, অবহেলার শিকার হয়েছেন। কিন্তু আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি—আমি যদি আপনাদের প্রতিনিধি হওয়ার সুযোগ পাই, তবে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে প্রতিটি মানুষ আমার কাছে সমান হবে।

স্থানীয় বাসিন্দা নারায়ণ চন্দ্র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “ব্যারিস্টার নজরুল সাহেব নিজে এসে আমাদের খোঁজখবর নিচ্ছেন, আমাদের সমস্যার কথা শুনছেন। এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের বিষয়। আমরা তার এমন আন্তরিকতায় খুবই খুশি।”

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!