নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
কেন্দ্রীয় কৃষকলীগ থেকে ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের আঞ্চলিক উপ-কমিটির আহ্বায়ক করা হয় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন পাড়াগ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেনকে। কিন্তু তিনি পদ পেয়ে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় অযোগ্যদের নিয়ে কমিটি গঠন করা ও দলের সাংগঠনিক কার্যক্রমে অব্যবস্থাপনাসহ নানা অভিযোগের কারেণ তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোবমার রাতে বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (এমপি)’র স্বাক্ষরিত দলীয় প্যাডে এক অনুলিপির মাধ্যমে আবুল হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে আবুল হোসেনের মোঠফোনে একাধীকবার ফোন করেও তার সাথে যোগাযোগ করা যায়নি।