নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার তৃতীয় দিন আজ। ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলার ২৩০টি পূজা মন্ডপে পূজা-অর্চণার মাধ্যমে মহা অষ্টমী পূজা পালিত হয়েছে। “উৎসব হোক সবার” এই শ্লোগানকে সামনে রেখে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের একশ’ মন্ডপে ভোগ সামগ্রী বিতরণ করেছেন নবাবগঞ্জ উপজেলা “হিন্দু মহাজোট” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার ৩ অক্টোবর সকালে উপজেলার বাগমারা বাবুলাল মেম্বারের দুর্গামন্দির, হরিষকূল দত্ত বাড়ি, চন্দ্রখোলা সার্বজনীন দুর্গামন্দির, ঋষি বাড়ি সহ ১০০টি মন্ডপে তাঁরা এ ভোগ সামগ্রী বিতরণ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার রায় বলেন, মহা অষ্টমী পূজা আজ। মায়ের পূজাতে যাতে সবাই প্রসাদ গ্রহণ করতে পারে সেজন্য আমাদের সংগঠন থেকে উপজেলার একশ’টি পূজা মন্ডপে ভোগ সামগ্রী বিতরণ করেছি। যাতে দূর দূরান্ত থেকে মন্ডপে আসা অতিথীরা প্রসাদ গ্রহণ করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি উত্তম কুমার রায়, সাধারন সম্পাদক রনজিৎ কুমার রায়, যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক নিখিল চন্দ্র মন্ডল, স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি অনন্ত হালদার, সম্পাদক লালমোদক, ছাত্র মহাজোটের সভাপতি অমৃত সিদ্ধা, সাধারণ সম্পাদক সুভ্র তালুকদার, সভাপতি কলাকোপা ইউনিয়ন হিন্দু মহাজোট সম্ভুসাহা, বিশ্বজিৎ মন্ডল প্রমুখ।