নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার জামালচর এলাকায় আসন্ন রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী সাবেক মরহুম বাবুল মেম্বারের স্ত্রী ইয়াছমিন আক্তারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ অক্টোবর) বিকেলে তার নিজ বাড়ীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে মহিলা মেম্বার প্রার্থী ইয়াছমিন আক্তার বলেন, আমার স্বামী একজন এই ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। তিনি মেম্বার থাকাকালীন ও অন্যান্য সব সময় এলাকার জনগনের সেবা করে গেছেন। তেমনি ভাবে আপনাদের সবার সহযোগিতা, দোয়া ও ভালোবাসা দিয়ে যদি আপনারা ভোট দিয়ে আমার পাশে থেকে আমাকে পাশ করার সুযোগ করে দেন তাহলে আমিও আমার স্বামীর মত আপনাদের সেবা করে যেতে চাই।
অনুষ্ঠানে কাকন শরীফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী রজ্জব তালুকদার, দেওয়ান শহীদুল ইসলাম, আব্দুর রহিম মাদবর, শেখ আব্দুল বারেক, দোহার উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, দৈনিক যায় যায় দিন ও দৈনিক জনকন্ঠ পত্রিকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল “রুপালী বাংলা নিউজ ডটকম” এর সম্পাদক সাংবাদিক মোঃ সুজন খান, রাইপাড়া আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ রাজু দেওয়ান, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের গ্রহন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ আহমেদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পী শেখ।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন শেখ হাছেন, শেখ আছলাম উদ্দিন, শেখ নূরু উদ্দিন, লিপন খান, শেখ মোঃ অলি, মোকসেদ আলী, রশিদ বেপারী, আতাহার খান, মবজেল খান, করম আলী বেপারীসহ আরো অনেকে।