নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিদেক :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৩ টার দিকে উপজেলার শাহজাদপুর পঞ্চায়েত মন্দির প্রাঙ্গনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়।
এ সময় অনুষ্ঠানে নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, অসুরেরা কালে কালে সনাতনী ধর্মাবলম্বীদের আক্রমন করেছে। সময় এসেছে রুখে দাড়াবার। ঐক্যবদ্ধ থাকলে তারা পিছু হঠবে।
অনুষ্ঠানে প্রাপ্তি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান লতা বিশ্বাস এর উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব নকুল কুমার মন্ডল, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজন কৃষ্ণ বল, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির উপজেলা সভাপতি প্রকৌশলী বিকাশ ভূষণ বকসীসহ রঞ্জিত কুমার রায়, গৌর চন্দ্র মন্ডল, অনন্ত হালদার, অমৃত সিদ্ধা, শুভ্র তালুকদার, নয়ন কুমার রায় প্রমুখ।
পরে একই মঞ্চে ইউনিয়ন হিন্দু মহাজোটে দ্বীজেন কুমার সরকারকে সভাপতি ও সুকান্ত সরকারকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।