নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ আলমাছ উদ্দীন ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর মুবিন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী কে ১ নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে নাগরিক সংবদ্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিকেলে উপজেলার লটাখোলা ধনাই বেপারী বাড়ীতে এই নাগরিক সংবদ্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ন্যাশনাল গ্রপ অফ ইন্ডাস্ট্রিজ শিল্প পরিবারের চেয়ারম্যান আক্তার হোসেন বাবুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. বাহাউদ্দিন আহম্মেদ, সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ, ন্যাশনাল গ্রুপ অফ ইন্টাষ্ট্রিজের পরিচালক আদিব হোসেন, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হালিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।