নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার কেরানীগঞ্জ থেকে বৃহম্পতিবার ২৯ সেপ্টেম্বর র্যাব-১০ এর একটি আভিযানিক দল
দক্ষিন কেরাণীগঞ্জ থানার বাঘাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ১৬ (ষোল) কেজি গাঁজাসহ ০২ জন মাদক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করে।
শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম সেলিনা আক্তার (৫৫) ও মুক্তা আক্তার (৩২) বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও নগদ- ২০০/- (দুইশত) টাকা উদ্ধার করা হয়।