সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে ঔষধের দোকানে ঔষধ প্রশাসন অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর দুপুরে জয়পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড ও হাইস্কুল মার্কেটের বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান বিভিন্ন ফার্মেসীতে নকল, ভেজাল ও মেয়াদত্তীর্ণ ঔষধ রাখাসহ ফিজিসিয়ান স্যাম্পল রেখে তা বিক্রি ও লাইসেন্স না থাকায় ঔষধসহ অর্থদন্ড আরোপ করেন।
ভ্রাম্যমান অভিযানে জায়পাড়া বাজারের হাবীবা ফার্মেসীকে ৩০ হাজার, চিশতিয়া ফার্মেসীকে ১০ হাজার, সাদিয়া ফার্মেসীকে ১৫ হাজার, জয়পাড়া ফার্মেসীকে ৩ হাজার, তৃষা ফার্মেসীকে ২ হাজার ও আকরাম ফার্মেসীকে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ ছাড়া সাদিয়া ফার্মেসী-১ ও সাদিয়া ফার্মেসী-২ সহ সমাধান ডায়াগনস্টিকের সিঁড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান ফিজিসিয়ান স্যাম্পল জব্দ করা হয়। পরে জব্দকৃত ঔষধ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অসহায় সাধারন রোগীদের মাঝে বিনামূলো বিতরণ করার জন্য কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী কর্মকর্তা।
এ সময় অভিযানে সহযোগিতায় ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মোঃ মুহিদ ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, রোগ নিয়ন্ত্রন ডাঃ উম্মে হোমায়রা কানেতা, ডাঃ মোঃ শামীম হোসেনসহ দোহার থানা পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
এ দিকে সাদিয়া ফার্মেসী-১ এর লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম অভিযানের শুরুতে অংশ গ্রহন করেন।