রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলার শিলাকোঠায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার বিকেলে জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, আওয়মী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, কুসুমহাটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি লাবণ্য আক্তার, সাধারণ সম্পাদক সাজেদা বেগম, যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ মনির খান, যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মামুন, ১নং ওয়ার্ড মেম্বার মোঃ সোহেল, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ জাফর, আওয়ামী লীগ নেতা রবিউল আউয়াল, মোঃ রুহুল আমীন, মোঃ সেলিম, মোঃ মোন্তাজ ও আব্দুল মোতালেবসহ আওয়ামী লীগ, যুবলীগসহ আরও অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জন্মদিনে কেক কাটা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।